চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট; দুর্ভোগে নগরবাসী
সাগর উত্তাল থাকায় মহেশখালীতে এলএনজি খালাস ব্যাহত হওয়ায় বন্দরনগরী চট্টগ্রামে গ্যাসের চরম সংকট তৈরি হয়েছে। বাসাবাড়ি, শিল্পকারখানা ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে গ্যাসের চাপ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। ফিলিং স্টেশনগুলোর সামনে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। যদিও আজকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে প্রত্যাশা কর্ণফুলী গ্যাস বিতরণ কর্তৃপক্ষের।