চলন ও হালতিবিলে চলছে ধান কাটা-মাড়াইয়ের কর্মযজ্ঞ
এবছর চলনবিলে ফলন ভালো হওয়ায় খুশি নাটোরের ধান চাষিরা। চলনবিল ও হালতিবিলে এখন চলছে ধান কাটা-মাড়াইয়ের কর্মযজ্ঞ। বিল অঞ্চলের মাঠে মাঠে কাটা-মাড়াইয়ের শোরগোলে নেমেছে উৎসবের আমেজ। বর্ষার আগেই ধান ঘরে তুলতে দেশের বিভিন্ন জেলা থেকে এ অঞ্চলে এসেছেন হাজারো শ্রমিক।