ভোটে জিতলে ঘরে-ঘরে গ্যাস দেয়ার ওয়াদা রুমিন ফারহানার
ভোটে জিতলে ঘরে ঘরে গ্যাস দেয়ার ওয়াদা করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ (শুক্রবার, ২৭ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বালুর মাঠে স্থানীয় জাতীয়তাবাদী তরুণ দল আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।