ভোটে জিতলে ঘরে-ঘরে গ্যাস দেয়ার ওয়াদা রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়া
জাতীয়তাবাদী তরুণ দল আয়োজিত কর্মী সভায় রুমিন ফারহানা
এখন জনপদে
রাজনীতি
0

ভোটে জিতলে ঘরে ঘরে গ্যাস দেয়ার ওয়াদা করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ (শুক্রবার, ২৭ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বালুর মাঠে স্থানীয় জাতীয়তাবাদী তরুণ দল আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভোটারদের কল্যাণে নানা প্রতিশ্রুতি দিয়ে রুমিন ফারহানা বলেন, ‘আমি ওয়াদা করছি যদি বিএনপি আমাকে মনোনয়ন দেয় এবং আমি যদি এমপি নির্বাচিত হই, সরাইল-আশুগঞ্জের ঘরে-ঘরে আমি গ্যাসের সুব্যবস্থা করব। আর সিলিন্ডারের কষ্ট করতে হবে না। গ্যাস আসলে আমারও একটু সুবিধা হয়। আমাকে যখন দুইদিন পরপর সিলিন্ডার বদলাতে হয়, এটা আমারও ভালো লাগে না।’

তিনি বলেন, ‘বিএনপির দুর্দিন এখনো শেষ হয়ে যায়নি। এখনো আমরা ভোট দিতে পারিনি। আশা করি আগামী ফেব্রুয়ারিতে আমরা একটা নির্বাচিত সরকার পাব। আশা করি ফেব্রুয়ারিতে আপনাদের (জনগণ) ভোটে বিএনপি সরকার গঠন করবে। ইনশাআল্লাহ আমাদের বিজয় কেউ রুখতে পারবে না।’

রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে এ সভার আয়োজন করা হয়। রুমিন ফারহানা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘ঘরে-ঘরে চাকরি দেব, এ মিথ্যা কথা আমি বলব না। কিন্তু তরুণদের নানা রকম প্রশিক্ষণের ব্যবস্থা করে তারা যেন নিজের আয় নিজে করতে পারে সেই ব্যবস্থা আমি করে দেব।’

দুর্গাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি আজিম রানার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক, সহ-সভাপতি মোমিনুল হক, গোলাম সারোয়ার খোকন প্রমুখ।

এএইচ