নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত
নেত্রকোণার বারহাট্টায় ট্রেনের নীচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। অজ্ঞাতনামা আনুমানিক (৫৫) বছর বয়সী বলে ধারণা বারহাট্টা ষ্টেশন মাস্টারের। আজ (বুধবার, ১৬ এপ্রিল) দুপুরে ঠাকুরাকোনা ও বারহাট্টা রেল লাইনের ৩৭২ রেল পিলারের চার থেকে পাঁচ এর মাঝে এ ঘটনা ঘটে।