নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত
এখন জনপদে
0

নেত্রকোণার বারহাট্টায় ট্রেনের নীচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। অজ্ঞাতনামা আনুমানিক (৫৫) বছর বয়সী বলে ধারণা বারহাট্টা ষ্টেশন মাস্টারের। আজ (বুধবার, ১৬ এপ্রিল) দুপুরে ঠাকুরাকোনা ও বারহাট্টা রেল লাইনের ৩৭২ রেল পিলারের চার থেকে পাঁচ এর মাঝে এ ঘটনা ঘটে।

বারহাট্টা রেলস্টেশনের স্টেশন মাস্টার মোজাম্মেল হক সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ৪৩ নং ডাউন মহুয়া কমিউটার ট্রেনটি দুপুর ২ টা ৪০ মিনিটের সময় ৩৭২ নং দাগে পৌঁছলে ট্রেনের নীচে পড়েন অজ্ঞাত ওই ব্যক্তি।

ঠাকুরাকোনা থেকে ছেড়ে বারহাট্টা স্টেশনে পৌঁছার পূর্বেই ফায়ার সার্ভিসের সন্নিকটে এই দুর্ঘটনা ঘটে। জিআরপি পুলিশকে খবর দেয়া হয়েছে। তবে কেন কিভাবে ট্রেনের নীচে কাটা পড়েছে তা বলা যাচ্ছে না। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান সত্যতা নিশ্চিত করে বলেন ট্রেনের দুর্ঘটনায় জিআরপি পুলিশ কাজ করে। তাই তাদেরকে খবর দেয়া হয়েছে।

এএইচ