সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তাই পিনাটকে নিয়ে গেল মৃত্যুর দুয়ারে
সোশ্যাল মিডিয়া নানা রকম মজার ভিডিওয়ের মাধ্যমে নেটিজেনদের হৃদয়ে আলাদা স্থান করে নিয়েছিল ‘পিনাট’। শুধু ইনস্টাগ্রামেই তার ফলোয়ার ছিল ৫ লক্ষেরও বেশি। তার কোন পোস্ট মাত্রই ভাইরাল। এ জনপ্রিয়তাই পিনাটকে নিয়ে গেল মৃত্যুর দুয়ারে। তবে এ পিনাট কোনও মানুষ নয়, ধূসর-কালো বর্ণের কাঠবিড়ালি।