ব্রাহ্মণবাড়িয়ায় সেতুর কাজ রেখে লাপাত্তা ঠিকাদার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলার একটি সংযোগ সেতুর কাজ দীর্ঘদিন ধরে ফেলে রেখে লাপাত্তা ঠিকাদার। ফলে গুরুত্বপূর্ণ সেতুটির কাজ বন্ধ থাকায় দুর্ভোগ বাড়ছে দুই উপজেলার ২০টিরও বেশি গ্রামের বাসিন্দাদের। এরইমধ্যে বাড়ানো হয়েছে সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ। তবে নির্মাণ কাজের আশানুরূপ অগ্রগতি না হলেও বর্ধিত মেয়াদের মধ্যেই সেতুর কাজ সম্পন্ন হবে বলে আশা এলজিইডির।