বৃষ্টি আর উজানের ঢলে রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, বাড়ছে দুর্ভোগ
থেমে থেমে ভারি বৃষ্টিপাত আর উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে চলছে প্রতিনিয়ত। এরইমধ্যে রাঙামাটি সদর, লংগদু, বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও কাপ্তাই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। সেখানে যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়তে শুরু করেছে।