রাত পোহালেই ঈদুল আজহা। শেষ মুহূর্তে ব্যস্ততা বেড়েছে কামার শিল্পীদের। লোহা পুড়িয়ে দিনরাত চলছে দা, বটি, ছুরি ও চাপাতি তৈরির কর্মযজ্ঞ। অনেকে মাংস কাটার পুরনো সরঞ্জাম মেরামতের জন্য ভিড় করছেন কামারশালাগুলোয়।