কয়লার চুলায় আগুন আর টুংটাং শব্দে মুখর ফরিদপুর শহরের কামার পট্টি। আগুন রাঙা লোহার খণ্ডে চলছে ভারি হাতুড়ির বাড়ি। কেউ ছুরি-বঁটিতে দিচ্ছেন শান, কেউবা হাপর টেনে বাড়িয়ে দিচ্ছেন আগুনের তীব্রতা। ভোর থেকে রাত নিরবচ্ছিন্নভাবে চলছে এই কর্মযজ্ঞ।
ঈদ সামনে রেখে শহর থেকে গ্রাম সবখানেই বাড়ছে নতুন ছুরি-চাপাতির চাহিদা। পাশাপাশি পুরোনো দা, বঁটি ধার দিতেও ভিড় করছেন অনেকেই। দোকানগুলোতেও সাজিয়ে রাখা হয়েছে পশু জবাই ও চামড়া ছাড়ানোর প্রয়োজনীয় নানা সরঞ্জাম। যেখানে একেকটি বটি বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৬শ টাকায়, চাপাতি বিক্রি হচ্ছে ৬শ থেকে ৮শ টাকায়।
তবর কারিগররা বলছেন, বর্তমানে চায়নার তৈরি ছুরি ও চাপাতিতে বাজার সয়লাব। এদিকে, কয়লা ও লোহার দাম বাড়লেও বাড়েনি শ্রমিকদের মজুরি। ফলে প্রতিনিয়ত লোকসান গুণতে হচ্ছে তাদের।
ঈদুল আজহার সময় জেলার ৯ টি উপজেলার প্রায় ৪২০ টি দোকানে ব্যবসা হয় অর্ধ কোটি টাকার। তাই সারা বছরের ঘাটতি পোষাতে দিনরাত পরিশ্রম করে বিভিন্ন ধরনের সরঞ্জাম তৈরি করছেন কামার শিল্পীরা।