দিনাজপুরের কৃষিতে নতুন সম্ভাবনা সুপারফুড
দিনাজপুরের হাকিমপুরে প্রথমবারের মতো চাষ করা হয়েছে সুপারফুড খ্যাত চিয়া সিড ও কিনোয়া। নতুন ধরনের এই দুই ফসল আবাদে এরইমধ্যে সফলতা দেখিয়েছেন এক কৃষি উদ্যোক্তা। কৃষি বিভাগ বলছে, উচ্চ মূল্যের এই ফসল এ অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা। পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস মিলেছে নতুন এই ফসল চাষে।