মুল্ডারের ইনিংস ঘোষণা: অক্ষত রইলো ব্রায়ান লারার বিশ্ব রেকর্ড
টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ব্রায়ান লারার রেকর্ডটি আরো একবার শঙ্কায় পড়লেও ক্যারিবিয়ান কিংবদন্তিকে টপকে যাওয়ার সুযোগ নিলেন না প্রোটিয়া অধিনায়ক উইয়ান মুল্ডার। লারার সম্মানে হয়তো রেকর্ড ভাঙার আগেই করলেন অপ্রত্যাশিত ইনিংস ঘোষণা ! হাতছাড়া করলেন টেস্ট ইতিহাসের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলার সম্ভাবনাও।