নভজোত সিং সিধুর ৩৮ বছরের রেকর্ড ভাঙলেন ম্যাথিউ ব্রিৎজকে
ওয়ানডে ক্রিকেটে প্রথম ৫ ম্যাচে অর্ধশতক করে রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথিউ ব্রিৎজকে। এর মধ্য দিয়ে তিনি ভারতের নভজোত সিং সিধুর ৩৮ বছরের পুরোনো প্রথম ৫ ম্যাচে ৪ অর্ধশতকের রেকর্ড ভেঙে দিলেন। ক্যারিয়ারে শুরুর ৫ ইনিংসে টানা ৫ অর্ধশতক করা একমাত্র ব্যাটার এখন এই প্রোটিয়া।