নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ১৫০ রান করে ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রিৎজকে। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে উপহার দেন ৮৩ রানের ইনিংস। এরপর অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচে যথাক্রমে ৫৭ ও ৮৮ রান করে ইনজুরিতে পরেন এই ব্যাটার।
আরও পড়ুন:
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ইনজুরি থেকে ফিরে খেলেন ৮৫ রানের ইনিংস। ৫ ইনিংসে ৯২ দশমিক ৬০ গড়ে ৪৬৩ রান তোলেন তিনি।
এর আগে, প্রথম ৪ ইনিংসে ৪ ফিফটির রেকর্ড গড়েছিলেন ভারতের নভজোত সিং সিধু। ভারতীয় এই ব্যাটারের ৪ অর্ধশতক ছিল ৫ ম্যাচে। মাঝখানে এক ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি সিধু।