নভজোত সিং সিধুর ৩৮ বছরের রেকর্ড ভাঙলেন ম্যাথিউ ব্রিৎজকে

ম্যাথিউ ব্রিৎজকে
ক্রিকেট
এখন মাঠে
0

ওয়ানডে ক্রিকেটে প্রথম ৫ ম্যাচে অর্ধশতক করে রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথিউ ব্রিৎজকে। এর মধ্য দিয়ে তিনি ভারতের নভজোত সিং সিধুর ৩৮ বছরের পুরোনো প্রথম ৫ ম্যাচে ৪ অর্ধশতকের রেকর্ড ভেঙে দিলেন। ক্যারিয়ারে শুরুর ৫ ইনিংসে টানা ৫ অর্ধশতক করা একমাত্র ব্যাটার এখন এই প্রোটিয়া।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ১৫০ রান করে ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রিৎজকে। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে উপহার দেন ৮৩ রানের ইনিংস। এরপর অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচে যথাক্রমে ৫৭ ও ৮৮ রান করে ইনজুরিতে পরেন এই ব্যাটার।

আরও পড়ুন:

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ইনজুরি থেকে ফিরে খেলেন ৮৫ রানের ইনিংস। ৫ ইনিংসে ৯২ দশমিক ৬০ গড়ে ৪৬৩ রান তোলেন তিনি।

এর আগে, প্রথম ৪ ইনিংসে ৪ ফিফটির রেকর্ড গড়েছিলেন ভারতের নভজোত সিং সিধু। ভারতীয় এই ব্যাটারের ৪ অর্ধশতক ছিল ৫ ম্যাচে। মাঝখানে এক ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি সিধু।

এসএইচ