‘জেলা-বিভাগীয় পর্যায়ে ক্রীড়ায় অবহেলা করলে দায়িত্ব নেয়া উচিত নয়’
বোর্ড পরিচালক হওয়ার পর যারা জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলাধুলার কথা ভুলে যান তাদের দায়িত্ব নেয়াই উচিত নয় বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। আজ (শনিবার, ৩ মে) বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পতিত সরকারের আমলে যারা ক্রীড়াঙ্গনকে ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছে তাদের বিচারের দাবি জানিয়েছেন সংগঠকরা। এসময় দেশের খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণাও দেন তারা।