সার্ভিস রুল প্রণয়নের দাবি ডিএমটিসিএল কর্মচারীদের
স্বচ্ছ সার্ভিস রুল প্রণয়নের দাবি জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মচারীরা। তাদের দাবি, খসড়া সার্ভিস রুলে প্রকল্পের অস্থায়ী কর্মচারিদের স্থায়ী করার জন্য একটি ‘বিতর্কিত বিশেষ বিধান’ রাখা হয়েছে, যা নিয়মিত কর্মচারীদের স্বার্থের পরিপন্থি। এছাড়া এটি প্রচলিত আইন ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গেও সাংঘর্ষিক বলে মনে করছেন তারা। সবশেষ কর্মচারিদের পক্ষ থেকে ডিএমটিসিএল কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।