নেত্রকোণায় স্পিডবোট ডুবি: ৪০ ঘণ্টা পর ধনু নদে ভেসে উঠলো তিন মরদেহ
নেত্রকোণার খালিয়াজুরী ধনু নদীতে স্পিডবোট ডুবে চারজন নিখোঁজের প্রায় ৪০ ঘণ্টা পর ভেসে উঠলো তিন শিশুসহ এক তরুণীর মরদেহ। আজ (রোববার, ১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাচহাট গ্রামের ধনু নদীর পাড়ে আশ্রয়ণ প্রকল্পের কাছে শিশু (৭) লায়লা ও শিরিন আক্তারের (১৮) মরদেহ ভেসে উঠলে খোঁজে থাকা স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে।