ময়মনসিংহে সুজনের নাগরিক সংলাপ অনুষ্ঠিত
রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা নিয়ে ময়মনসিংহে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) সকাল ১১টায় ময়মনসিংহ নগরীর ট্রিপল ট্রি রেস্তোরার হলরুমে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার আয়োজনে এবং সভাপতি সিব্বির আহমেদ লিটনের সভাপতিত্বে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।