ময়মনসিংহে সুজনের নাগরিক সংলাপ অনুষ্ঠিত

সুজনের উদ্যোগে সংলাপ
এখন জনপদে
0

রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা নিয়ে ময়মনসিংহে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) সকাল ১১টায় ময়মনসিংহ নগরীর ট্রিপল ট্রি রেস্তোরার হলরুমে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার আয়োজনে এবং সভাপতি সিব্বির আহমেদ লিটনের সভাপতিত্বে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জসহ ৬টি জেলার সুজনের প্রতিনিধিসহ ব্যবসায়ী, চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, কৃষক, উদ্যোক্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জানানো হয় ২০ বছর ধরে সুজন রাষ্ট্র সংস্কারের বিভিন্ন পর্যায়ে কাজ করে আসছে। সম্প্রতি ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিতে পাড়লেও তৃণমূলের সাধারণ মানুষের মতামতের সুযোগ থাকছে না।

তাই নাগরিক সংলাপের মাধ্যমে সাধারণ মানুষের কণ্ঠস্বর যেন ঐকমত্য কমিশনে যায় সেজন্য সুজনের এমন মুক্ত আলোচনার আয়োজন। আইনসভা, নিম্নকক্ষ (জাতীয় সংসদ), উচ্চকক্ষ (সিনেট), প্রধানমন্ত্রী, ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, রাজনৈতিক দলের সংস্কার, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ (আইন দ্বারা সৃষ্ট) প্রতিষ্ঠানে নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সুষ্ঠু নির্বাচনসহ ১১ বিষয়ে সুজনের জনমত যাচাইয়ে মতামত দেন অংশগ্রহণকারীরা।

জাতীয় সনদ চূড়ান্তকরণে জনগণের যাচাই যে বিষয়গুলো উল্লেখযোগ্য ছিল সেগুলোর মধ্যে, জাতীয় সংসদের একজন ডেপুটি স্পিকার থাকা এবং তাকে বিরোধী দল থেকে নির্বাচিত করা; উচ্চকক্ষের আসন সংখ্যা ১০০টি করা, যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে (আনুপাতিক পদ্ধতিতে) বণ্টন হবে।

এছাড়াও উচ্চকক্ষের ১০০ আসনের মধ্যে ৩০টি নারীদের জন্য সংরক্ষণ করা; সংসদের উচ্চকক্ষের একজন ডেপুটি স্পিকার থাকা এবং তাকে বিরোধী দল থেকে নির্বাচিত করা; একজন ব্যক্তির একইসঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান না হওয়ার বিধান করা; জাতীয় সংসদের একজন সদস্যের সর্বোচ্চ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারার বিধান করা; প্রধানমন্ত্রীর একক কর্তৃত্বের পরিবর্তে মন্ত্রিপরিষদ শাসিত সরকার পদ্ধতি প্রবর্তন করা ছাড়াও মূল ১১টি প্রস্তাবনার বিষয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।

এএইচ