২১ হাজার নিবন্ধিত সিএনজির ৭৫ শতাংশই চলে না মিটারে
পছন্দের গন্তব্যে যেতে অনাগ্রহী ৯২% চালক
রাজধানীতে নিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা ২১ হাজার। এর মধ্যে ৭৫ শতাংশই মিটারে চলছে না, আর ৯২ শতাংশ চালক যাত্রীদের পছন্দের গন্তব্যে যেতে রাজি হন না। চালকদের রয়েছে ভিন্ন ভিন্ন অজুহাত। তবে এ ব্যাপারে বিআরটিএ কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া যায়নি।