কোরবানির ঈদ ঘিরে আশাবাদী খামারিরা; ভারতীয় গরুর চালান ঠেকানোর দাবি
কোরবানির ঈদ আসলেই চাহিদা বাড়ে দেশি জাতের গরুর। তাই বছর ধরে গরু লালন পালন করে এখন ভাল দামের আশা করছেন খামারিরা। তবে শেষ মুহূর্তে সীমান্ত দিয়ে গরু চোরাচালান না হলে ভাল দামের আশা তাদের। তবে কোরবানির আগ মুহূর্তে সীমান্ত দিয়ে ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে ব্যবস্থা নেয়ার দাবি খামারিদের।