কলম্বিয়ায় গাধাকে সম্মান জানাতে হয়ে গেল প্যারেড। কৃষকের অকৃত্রিম বন্ধু হিসেবে প্রাণীটিকে স্মরণ করতেই অভিনব এই উদযাপন। প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের গাধাকে সাজানো হয় নান্দনিক সব পোশাকে।