মধ্য কলম্বিয়ার ছোট্ট শহর মনিকুয়ারা। জাঁকজমক ১৯তম আঞ্চলিক গাধা প্রতিযোগিতায় মেতেছেন বাসিন্দারা।
পছন্দের প্রাণীকে কেউ পরিয়েছেন পোশাক। কেউবা বা সাজিয়েছেন কারুকাজে। অনেকেই আবার গাধার সঙ্গে মিল রেখে পরেছেন পোশাক।
আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান, কলম্বিয়ার বোয়াকা প্রদেশের কৃষিকাজে সব সময় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে এই প্রাণী। এরই ধারাবাহিকতায় ২৩ বছর আগের ঐতিহ্য ধরে রেখেছেন তারা।
গবেষণা বলছে, আর পাঁচটা প্রাণীর চেয়ে অনেক বেশি বুদ্ধিমান গাধা। রয়েছে অবিশ্বাস্য স্মৃতিশক্তি। ২৫ বছর আগে দেখা এলাকা, এমনকি বহু বছর আগে দেখা পথ সহজেই চিনতে পারে গাধা।