
বিশ্বে গৃহহীন ৩০ কোটির বেশি; সবচেয়ে নাজুক অবস্থায় গাজার মানুষ
যুদ্ধ, সংঘাত, জলবায়ু সংকটসহ নানা কারণে বিশ্বে বাড়ছে গৃহহীন মানুষের সংখ্যা। জাতিসংঘের মতে, বর্তমানে গৃহহীনদের সংখ্যা ৩০ কোটি ছাড়িয়েছে। আর জনাকীর্ণ স্থানে বসবাস করা জনসংখ্যা অন্তত ২৮০ কোটি। এদের মধ্যে গাজার বাসিন্দাদের অবস্থা সবচেয়ে নাজুক। এসব জায়গায় রয়েছে খাবার, সুপেয় পানি, স্যানিটেশন, চিকিৎসা ও জ্বালানির মতো মৌলিক পরিষেবাগুলোর তীব্র সংকট।

বলিভিয়ায় বন্যায় অন্তত ২৪ জনের প্রাণহানি
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় বন্যায় প্রাণ গেছে অন্তত ২৪ জনের। গৃহহীন কয়েক হাজার। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা পাজ অঞ্চল। অতিবৃষ্টির জেরে সেখানকার টিপুয়ানি শহরের নদীতে পানি বিপদসীমার উপরে।

দাবানলে সাধারণ মানুষের পাশাপাশি গৃহহীন হয়েছেন হলিউড তারকারাও
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে সাধারণ মানুষের পাশাপাশি গৃহহীন হয়েছেন হলিউড তারকারাও। এই কাতারে রয়েছেন অভিনয়শিল্পী, সংগীতশিল্পীসহ অনেকে। আগুনের লেলিহান শিখায় জ্বলতে থাকা নিজ বাড়ির ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তারা। প্যালিসেডস শহরে ক্ষতিগ্রস্ত একেকটি বাড়ির গড় মূল্য প্রায় সাড়ে ৪০ লাখ ডলার।

উচ্চ মূল্যস্ফীতিতে যুক্তরাজ্যে এক বছরে গৃহহীন ১৪ শতাংশের বেশি
উচ্চ মূল্যস্ফীতির জেরে যুক্তরাজ্যে হাহাকার বাড়ছে মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য। বাড়িভাড়া পরিশোধের সক্ষমতা না থাকায় এক বছরে লন্ডনেই গৃহহীন মানুষ বেড়েছে ১৪ শতাংশের বেশি। এ অবস্থায় অব্যবহৃত ও খালি পড়ে থাকা সাত লাখ ভবন বসবাসযোগ্য করে তোলার দাবি জোরালো হচ্ছে ইংল্যান্ডে। দুই বছরে পুরো যুক্তরাজ্যে পরিত্যক্ত বাণিজ্যিক ভবনে বসবাসের হার বেড়েছে ৩শ' শতাংশ।

ভাসমান মানুষদের পুনর্বাসনের দাবি
কী গ্রীষ্ম, কী শীত! জীবনের বাঁকে বাঁকে বঞ্চনার শিকার হয়ে পথেঘাটে যাদের বসবাস, দুর্ভোগ তাদের নিত্যসঙ্গী। সংকটে থাকা এই জীবনগুলোকে স্বস্তি দিতে তাই পুনর্বাসনের দাবি উঠেছে।