চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে অরক্ষিত লেভেল ক্রসিং, দায় নিতে রাজি নয় কেউ
চট্টগ্রাম-কক্সবাজার নতুন রেলপথে এখন প্রতিদিন ছুটছে চার জোড়া ট্রেন। কিন্তু এ পথের ৫৬টি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে নেই গেটম্যান। গত ২০ মাসে এই পথে প্রাণ গেছে অন্তত ৩০ জনের। এমনকি রক্ষা পায়নি বন্যপ্রাণীও। অথচ এই অব্যবস্থাপনায় একে অপরকে দোষারোপ করছে রেলওয়ে এবং এলজিইডি কর্তৃপক্ষ।