জুলাই গণঅভ্যুত্থান: সিলেটের গোলাপগঞ্জের বাতাসে আজও ভেসে বেড়ায় মায়েদের হাহাকার
সিলেটের গোলাপগঞ্জের বাতাসে আজও ভেসে বেড়ায় মায়েদের হাহাকার। তাদের কাছে 'জুলাই আন্দোলন' মানেই গুলির আগুনে ঝরে পড়া তাজা প্রাণের নাম। একবছর পেরোলেও বিচার শুরু না হওয়ায় স্বজনদের হতাশা।