পাম্পের আড়ালে অবৈধ গ্যাস কারখানা, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ফরিদপুরে তেল ও গ্যাস পাম্পের আড়ালে অবৈধভাবে গড়ে উঠেছে গ্যাস কারখানা। বিভিন্ন নামিদামি কোম্পানির নাম ও লোগো ব্যবহার করে বোতলজাত (সিলিন্ডার) করে বাজারে সরবরাহ করা হচ্ছে এবং বাজার থেকে হোটেল, রেস্টুরেন্টসহ বাসাবাড়িতে চলে যাচ্ছে। এতে বিস্ফোরণসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে।