আমেরিকার পতাকা পোড়ালে এক বছরের জেল; ট্রাম্পের নির্বাহী আদেশ
আমেরিকান পতাকা পোড়ানো বা যেকোনোভাবে অবমাননার ঘটনায় কড়াকড়ি আরোপ করে একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৫ আগস্ট) হোয়াইট হাউস থেকে এ আদেশ জারি করা হয়। এতে বলা হয়েছে, কেউ আমেরিকান পতাকা পোড়ালে তার এক বছরের কারাদণ্ড হবে এবং কোনো আগাম জামিন বা মুক্তির সুযোগ থাকবে না।