তীব্র গরমে নাকাল আমিরাতের পর্যটকরা
অবকাশ যাপনে এসে রীতিমতো গলে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের জমকালো শহর দুবাইতে আসা পর্যটকরা। গ্রীষ্ম মৌসুমের তীব্র গরমে ঘর থেকেই বের হচ্ছেন না বাসিন্দারা। জুলাই–আগস্ট মধ্যপ্রাচ্যের এই দেশটির সবচেয়ে উষ্ণ মৌসুম হলেও এবার জুনেই দুবাই, আবুধাবিসহ বিভিন্ন শহরে তাপমাত্রা ওঠানামা করছে ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এমন অবস্থায় ঘুরতে এসে পর্যটকরা পড়ে গেছেন চরম বিপাকে।