গ্লোবাল স্টার ট্রায়াল থেকে ঠিক কতজন পেয়েছে বাফুফে?
তিনদিনের নেক্সট গ্লোবাল স্টার ট্রায়াল থেকে ঠিক কতজন পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন? সোমবার থেকেই প্রশ্নটি ঘুরপাক খেলেও পুরোপুরি খোলাসা করেনি বাফুফে টেকনিক্যাল কমিটির পরিচালক সাইফুল বারী টিটু। বরং তাদের নিয়ে লম্বা সময়ের পরিকল্পনা কষছে বলে জানিয়েছেন এই কর্তা।