গ্লোবাল স্টার ট্রায়াল থেকে ঠিক কতজন পেয়েছে বাফুফে?

গ্লোবাল স্টার ট্রায়াল ও সাইফুল বারী টিটু
ফুটবল
এখন মাঠে
0

তিনদিনের নেক্সট গ্লোবাল স্টার ট্রায়াল থেকে ঠিক কতজন পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন? সোমবার থেকেই প্রশ্নটি ঘুরপাক খেলেও পুরোপুরি খোলাসা করেনি বাফুফে টেকনিক্যাল কমিটির পরিচালক সাইফুল বারী টিটু। বরং তাদের নিয়ে লম্বা সময়ের পরিকল্পনা কষছে বলে জানিয়েছেন এই কর্তা।

তিন দিনের প্রবাসী খেলোয়াড়দের মিলনমেলা শেষ হয়েছে সোমবার (৩০ জুন)। সেখানে বিশ্বের বিভি প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী খেলোয়াড়েরা এসেছিলেন নিজ খরচে ট্রায়াল দিতে। তাই তো বাফুফে টেকনিক্যাল ডিরেক্টরের কণ্ঠেও তাদের নিয়ে আন্তরিকতার ছোঁয়া।

প্রবাসী ফুটবলারদের নিয়ে বাফুফের 'নেক্সট গ্লোবাল স্টার' যেভাবে সাড়া ফেলেছে, তাতে দেশের ফুটবলে যোগ হয়েছে নতুন উন্মাদনা। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফুটবলপাড়া সরগরম ভবিষ্যৎ তারকাদের নিয়ে। অভিভাবক সংস্থা বাফুফেও জানালো তাদের পরিকল্পনা।

বাফুফে টেকনিক্যাল কমিটির পরিচালক সাইফুল বারী টিটু বলেন, ‘আগামী বছর অনূর্ধ্ব-১৯ যদি থাকে তাহলে এখান থেকে বেশ কিছু খেলোয়াড়কে টেস্ট করার সুযোগ পাবো। এখানে তাদের খেলে দেখেছি নিজেদের মধ্যে যা একটা প্রসেসের মাধ্যমে গিয়েছে।’

অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচে যুক্তরাষ্ট্র প্রবাসী বিতোশোক চাকমা নজর কেড়েছেন সবার। ব্রুকলিন এফসিতে খেলা সাদা চুলের এই তরুণের শারীরিক গড়ন, বল নিয়ন্ত্রণের দক্ষতা, মাঝমাঠ থেকে বক্সে তার গতিময় পদচারণা মুগ্ধ করেছে দর্শকদের। জালের দেখাও পেয়েছেন একবার। যদিও সোশ্যাল মিডিয়ার আলোচনাকে চাপ না ভেবে যথা সময়ের অপেক্ষায় টিটু।

সাইফুল বারী টিটু বলেন, ‘আমাদের ট্রায়াল ক্যাম্পে যদি ওদের ডাকি তখন ওদের আসল টেস্টিং হবে।’

চলতি মাসেই মাঠে গড়াবে অনূর্ধ্ব ২৩ ফুটবল ক্যাম্প। অধিকাংশ খেলোয়াড়ের চোখেই ছিল ক্যাম্পে সুযোগ পাবার স্বপ্ন। কি ভাবছে বাফুফে?

টিটু বলেন, ‘অনূর্ধ্ব ২৩ ফুটবল ক্যাম্পে আমরা এখান থেকে কিছু খেলোয়াড়কে দেখবো।’

প্রতিবছরই প্রতিভা অন্বেষণে এমন উন্মুক্ত ট্রায়াল আয়োজন করার পরিকল্পনা করছে ফুটবল ফেডারেশন।

সেজু