রাশিয়ার অন্ধ যুবকের হাতে সুগন্ধির সাফল্য
অন্ধ হয়েও ঘ্রাণশক্তি দিয়ে বিভিন্ন সুগন্ধি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন রাশিয়ার এক যুবক। মস্কোভিত্তিক সুগন্ধি ব্র্যান্ড পিওর সেন্সে চার সদস্যের দুজনই অন্ধ। চোখে দেখতে না পেলেও কেবল ঘ্রাণশক্তি দিয়েই তৈরি করছেন নামিদামি সব সুগন্ধি। যা দেখে রীতিমতো বিস্মিত সবাই।