শেরপুরে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
শেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ২৯ আগস্ট) বিকেল ৫ টায় সদর উপজেলার গাজীর খামার ইউনিয়নের চকপাড়া কড়ইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো, চকপাড়া এলাকার মাসেক আলীর মেয়ে ফাহিমা আক্তার (৯) ও একই এলাকার মো. জয়নুদ্দিনের মেয়ে মোছা. জেমি (১০)।