শেরপুরে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি
এখন জনপদে
0

শেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ২৯ আগস্ট) বিকেল ৫ টায় সদর উপজেলার গাজীর খামার ইউনিয়নের চকপাড়া কড়ইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো, চকপাড়া এলাকার মাসেক আলীর মেয়ে ফাহিমা আক্তার (৯) ও একই এলাকার মো. জয়নুদ্দিনের মেয়ে মোছা. জেমি (১০)।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, আহ শুক্রবার সকাল ১০টার দিকে ফাহিমা ও জেমি বাড়ির পাশের বলেশ্বর বিলে শাপলা ফুল তুলতে যায়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিল।

আরও পড়ুন:

দীর্ঘ সময় পরও তারা বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বিকেলে বিলের মাঝে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিলে নেমে তাদের মরদেহ উদ্ধার স্থানীয়রা।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এএইচ