অভাবে আটকে ছিল কৃষক নেন্দু শেখের চোখের চিকিৎসা
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোনা গ্রামের ৮০ বছর বয়সী কৃষক নেন্দু শেখ দীর্ঘ সাত বছর ধরে চোখের ঝাপসা সমস্যায় ভুগলেও কখনো চিকিৎসকের শরণাপন্ন হননি। অর্থনৈতিক সংকট এবং সচেতনতার অভাবে করাতে পারেননি চোখের চিকিৎসা। ধরে নিয়েছিলেন, বয়স বাড়লে এমনটা হওয়াই স্বাভাবিক।