কোনো দলের পুলিশ না হয়ে রাষ্ট্রের বাহিনী হওয়ার আহ্বান হাসনাতের
যারা জনগণের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে, চাঁদাবাজি সন্ত্রাসের পক্ষ নেবে তাদের বিরুদ্ধে বারবার গণঅভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (বুধবার, ২ জুলাই) দুপুরে কুড়িগ্রামের রাজারহাটে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে পথসভায় এ কথা বলেন তিনি। এছাড়া চট্রগ্রামের পটিয়ায় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশনের কঠোর সমালোচনা করেন নাহিদ ইসলাম। একই অনুষ্ঠান থেকে পুলিশকে কোনো দলের পুলিশ না হয়ে রাষ্ট্রের বাহিনী হওয়ার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ।