কোনো দলের পুলিশ না হয়ে রাষ্ট্রের বাহিনী হওয়ার আহ্বান হাসনাতের

কুড়িগ্রাম
বক্তব্য দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ
দেশে এখন
0

যারা জনগণের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে, চাঁদাবাজি সন্ত্রাসের পক্ষ নেবে তাদের বিরুদ্ধে বারবার গণঅভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (বুধবার, ২ জুলাই) দুপুরে কুড়িগ্রামের রাজারহাটে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে পথসভায় এ কথা বলেন তিনি। এছাড়া চট্রগ্রামের পটিয়ায় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশনের কঠোর সমালোচনা করেন নাহিদ ইসলাম। একই অনুষ্ঠান থেকে পুলিশকে কোনো দলের পুলিশ না হয়ে রাষ্ট্রের বাহিনী হওয়ার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ।

এনসিপির জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে নেতাকর্মীদের কর্মসূচি শুরু হয় রংপুরের সাতমাথা এলাকা থেকে। কুড়িগ্রামের রাজারহাট অভিমুখে এ পদযাত্রায় পথে পথে দেখা মেলে মানুষের সঙ্গে। রাজারহাটে পৌঁছালে এনসিপির পথসভা রূপ নেয় জনসভায়।

রাজারহাটের সভা থেকেই আগামী নির্বাচনের বার্তা আসে এনসিপির নেতাদের বক্তব্যে। দলের যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদকে ঘোষণা করা হয় রাজারহাট, ফুলবাড়ি ও সদর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-২ সংসদীয় আসনের প্রার্থী হিসেবে।

পদযাত্রার পথসভা থেকে যারা জনগণ ও মানুষের অধিকারবিরোধী অবস্থানে থাকবে কিংবা সন্ত্রাস ও চাঁদাবাজির পক্ষে থাকবে, তাদের বিরুদ্ধে এই বাংলায় বারবার গণঅভ্যুত্থান ঘটবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন মনে করিয়ে দেয়—কোনো স্বৈরাচার ক্ষমতার মসনদে চিরকাল থাকতে পারে না।

নাহিদ ইসলাম বলেন, ‘হাসিনা সরকারের পতন আমাদের মনে করিয়ে দেয় কোনো স্বৈরাচার, কোনো ফেরাউন ক্ষমতার মসনদে চিরকাল টিকে থাকতে পারে না। যারাই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, যারাই মানুষের অধিকারর বিরুদ্ধে দাঁড়াবে, যারাই সন্ত্রাস, দখলদারি এবং চাঁদাবাজির পক্ষে দাঁড়াবে তাদের বিরুদ্ধে বারবার গণঅভ্যুত্থান তৈরি হবে।’

চট্টগ্রামের পটিয়ায় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার ঘটনার নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম জানান, গণঅভ্যুত্থানের অগ্রনায়কদের ওপর অন্যায়ভাবে কেউ হাত তুললে ফলাফল ভালো হবে না।

নাহিদ ইসলাম বলেন, ‘এই গণঅভ্যুত্থানের সৈনিকদেরকে আবরেও আক্রমণ করা হয়েছে, বারও পুলিশি হামলা করা হয়েছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই যদি আবারও এই গণঅভ্যুত্থানের অগ্রনায়কদের, আমার শিক্ষার্থী ভাই ও বোনদের ওপর অন্যায়ভাবে নির্মমভাবে কেউ হাত তোলে তাহলে কিন্তু এর ফলাফল ভালো হবে না।’

বক্তব্যে নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্য হতে দেয়া হবে না জানিয়ে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহারে অংশ নিতে আমন্ত্রণ জানান নাহিদ ইসলাম। একই অনুষ্ঠানে পুলিশ বাহিনীর সমালোচনা করেন এনসিপির অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কোনো দলের পুলিশ না হয়ে বাংলাদেশপন্থী পুলিশ হওয়ার আহ্বান জানান তিনি।

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘কোনো রাজনৈতিক দলপন্থী না হয়ে আপনারা বাংলাদেশপন্থী পুলিশ হয়ে উঠুন। আমাদের এনসিপির পুলিশের প্রয়োজন নেই। এনসিপি মনে করে জনতাই বৈধতা এবং জনতাই হচ্ছে ক্ষমতা।’

উত্তরের জেলা কুড়িগ্রাম ও লালমনিরহাটে পদযাত্রার পর তেসরা জুলাই নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড়ে পদযাত্রার কর্মসূচি রয়েছে এনসিপির।

এসএস