মেঘনার বুকে অর্থনৈতিক অঞ্চল; তিন বছরেও নেই দৃশ্যমান অগ্রগতি
প্রকৃতির অপার সৌন্দর্য আর সম্ভাবনা নিয়ে মেঘনায় নদীর বুকে জেগে উঠেছে বিশাল চর। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার এ চরেই সরকার গড়ে তুলতে চায় কৃষি ও মৎস্যভিত্তিক অর্থনৈতিক অঞ্চল। পরিকল্পনা বাস্তবায়িত হলে বদলে যেতে পারে পুরো অঞ্চলের অর্থনৈতিক চিত্র। তিন বছর আগে অর্থনৈতিক অঞ্চলের জন্য খাসজমি বরাদ্দ হলেও এলাকায় নেই নামফলক বা উন্নয়নকাজের কোনো চিহ্ন।