খুলনায় গুদাম-সংরক্ষণাগার না থাকায় বেহাল চামড়া ব্যবসা
খুলনায় অনেকটাই বেহাল অবস্থা চামড়া ব্যবসার। বিভাগীয় শহরে নেই কোনো গুদাম বা সংরক্ষণাগার। কোরবানির পশুর চামড়া বেচা-বিক্রিতে হতাশার ছাপ ক্রেতা-বিক্রেতা উভয়ের মুখে। সরকার নির্ধারিত দামে হয়নি কোনো চামড়া বিক্রি। এ বছর দামের পাশাপাশি মান নিয়েও ভুগতে হচ্ছে ব্যবসায়ীদের।