কুষ্টিয়ায় ছাত্রাবাসে পলিটেকনিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার বাঁধন ছাত্রাবাসে মধ্যরাতে লুবাব হোসেন (২০) নামে এক পলিটেকনিক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত লুবাব ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের শফিউল ইসলামের ছেলে এবং দর্পণ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী।