গণতন্ত্রহীনতায় বাড়ছে রাজনৈতিক অস্থিরতা; দ্রুত নির্বাচনের দাবি বিভিন্ন দলের
গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠা না হওয়াতেই সাম্প্রতিক সময়ে ঘটনাগুলো ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এর ফলে দ্রুত নির্বাচনের দাবিও জানান তিনি। আজ (বৃহস্পতিবার, ১৭ জুলাই) জাতীয় সমাজতান্ত্রিক দলের উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান ও সংস্কারের রূপরেখা শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন। এছাড়া আওয়ামী লীগ শুরু থেকেই বিভিন্ন উপায়ে পেশীশক্তির রাজনীতি করছে বলেও মন্তব্য করেন তিনি। আর গোপালগঞ্জের ঘটনার পর নির্বাচন পেছাতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।