গোপালগঞ্জে এনসিপির গাড়িবহর ও সমাবেশস্থলে হামলাকে কেন্দ্র করে গতকাল (বুধবার, ১৬ জুলাই) দিনভর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা হয়। এমন অবস্থায় আবারও উত্তপ্ত হয় রাজনীতির মাঠ।
বৃহস্পতিবার আলোচনায় অংশ নিয়ে গোপালগঞ্জের ইস্যুতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, এতকিছুর পরও আওয়ামী লীগের বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। তারা এখনও পেশীশক্তির রাজনীতি করছে। আর সেই সঙ্গে এনসিপিকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা জানান, আওয়ামী লীগ শুরু থেকেই বিভিন্ন উপায় পেশীশক্তির রাজনীতি করছে। গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠা না হওয়ায় সম্প্রতি ঘটনাগুলো ঘটছে মন্তব্য করে দ্রুত নির্বাচনের দাবি জানান আমীর খসরু।
তিনি বলেন, ‘পেশীশক্তির মাধ্যমে রাজনীতি করতে হবে; সেটা যেটা গোপালগঞ্জে আমরা দেখেছি, সবাই বলেছে। এতকিছুর পরও যে পলাতক শক্তির রাজনীতিটি সম্পূর্ণভাবে প্রত্যাক্ষিত হয়েছে বাংলাদেশের মানুষ দ্বারা, তাদের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি।’
একই আলোচনা সভায় যুক্ত হয়ে মাহমুদুর রহমান মান্না জানান, গোপালগঞ্জের ঘটনার পর ভোট নিয়ে মানুষের মনে শঙ্কা জেগেছে। এছাড়া গোপালগঞ্জের ঘটনায় আবারও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কালকে গোপালগঞ্জে যেটা হলো এরপর মানুষ আরও বেশি চিন্তিত হয়ে গেছে, ভোট কি হচ্ছে? আচ্ছা আমি এই প্রশ্নের পাশে বলি, সংস্কার কি হচ্ছে? এই এক বছরে কী কী সংস্কার হয়েছে। এই সবগুলো প্রশ্নের ওপরে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে।’
জুনায়েদ সাকি বলেন, ‘গতকালকে গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, যেভাবে হামলা করা হয়েছে, তাতে খুনিরা আবারও নিজেদের মাথাচাড়া দিতে সাহস জোগাচ্ছে।’
এদিকে কৃষক দলের উদ্যোগে আয়োজিত মিছিলে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার একটি নির্দিষ্ট গোষ্ঠীর সরকারে পরিণত হয়েছে। আর উদ্দেশ্য প্রণোদিতভাবেই নির্বাচন পেছানোর কথাও বলা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এসময় অপপ্রচার চালিয়ে তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করা যাবে না বলেও জানান রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘তারেক রহমান নিপীড়ন ও নির্যাতনের এক প্রতীক।’
নির্বাচিত সরকার যেন ক্ষমতায় আসতে না পারে এই জন্য আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।