জেন-জির বিক্ষোভ: কাঠমান্ডুর পর পোখারা ও ইতাহারিতেও কারফিউ
সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও সরকারের দুর্নীতির প্রতিবাদে জেন-জিদের আন্দোলনের প্রেক্ষিতে রাজধানী কাঠমান্ডুর পাশাপাশি নেপালের পোখারা ও ইতাহারিতে কারফিউ জারি করা হয়েছে। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে গান্ডকী প্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের দিকে এগোতে থাকলে সংঘর্ষ হয়। এরপর পোখরায় কারফিউ জারি করা হয়।