জেন-জির বিক্ষোভ: কাঠমান্ডুর পর পোখারা ও ইতাহারিতেও কারফিউ

নেপালের রাজপথে বিক্ষোভকারীদের অবস্থান
এশিয়া
বিদেশে এখন
0

সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও সরকারের দুর্নীতির প্রতিবাদে জেন-জিদের আন্দোলনের প্রেক্ষিতে রাজধানী কাঠমান্ডুর পাশাপাশি নেপালের পোখারা ও ইতাহারিতে কারফিউ জারি করা হয়েছে। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে গান্ডকী প্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের দিকে এগোতে থাকলে সংঘর্ষ হয়। এরপর পোখরায় কারফিউ জারি করা হয়।

স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, বিপুল সংখ্যক আন্দোলনকারীকে থামাতে পুলিশ কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে। আজ দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেশ কিছু এলাকায় এ কারফিউ জারি করা হয়েছে।

এর আগে ওয়াই চক, উত্তর-পূর্বে মিলন চক, পশ্চিমে ফিশটেইল গেট, উত্তরে ভূমি রাজস্ব অফিস এবং দক্ষিণে ন্যাশনাল ব্যাংক চক থেকে দক্ষিণ-পশ্চিমে বাঁধের কাছে যেখানে পর্যটন বোর্ডের অফিস পর্যন্ত এ কারফিউ জারি করা হয়েছে।

আরও পড়ুন:

তথ্যানুযায়ী, আজ বিকেল সাড়ে তিনটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইতাহারি উপ-মহানগরীয় শহরের কিছু এলাকায় জমায়েত, মিছিল, বিক্ষোভ, সভা-সমাবেশ এবং অবরোধ নিষিদ্ধ করে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। একইদিন দুপুরে কাঠমান্ডুর বিভিন্ন স্থানে কারফিউ জারি করা হয়।

শহরটির জেলা প্রশাসন কার্যালয়ের এক মুখপাত্র জানান, শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশ বিশৃঙ্খল হয়ে ওঠার পর এবং সংরক্ষিত এলাকায় আন্দোলনকারীরা ঢুকে পড়লে কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়।—বিবিসি

এএইচ