জেন-জির বিক্ষোভে উত্তাল নেপাল, কারফিউ জারি; নিহত ৮
সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে জেন-জির আন্দোলনে উত্তাল নেপাল। জেন-জির এ বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। বিক্ষোভ দমনে পুলিশ গুলি চালালে এখন পর্যন্ত ৮ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে।