ব্রাহ্মণবাড়িয়ায় চালের কৃত্রিম সংকট তৈরি করছেন কল মালিকরা
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ চালকলের সঙ্গে মিলে বৈধ চালকল মালিকদের কারসাজিতে বাজার অস্থির হয়ে ওঠার অভিযোগ রয়েছে। বলা হয়, অনুমোদিত পাক্ষিক মজুতের বাইরে অতিরিক্ত চাল অবৈধ চালকলগুলোতে মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেন অবৈধ অনেক চালকল মালিক। এতে করে বিদেশ থেকে চাল আমদানি করেও সুফল পান না ভোক্তারা।