টেস্ট ক্রিকেটে দুই স্তরের পরিকল্পনা, তোপের মুখে আইসিসি
টেস্ট ক্রিকেটে দুই স্তর আনার পরিকল্পনায় কাজ শুরু করেছে আইসিসি। ৮ সদস্যের কমিটির মাধ্যমে দ্বিস্তরী টেস্ট কাঠামোর পরিচালনা এবং সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ সিদ্ধান্ত নিয়ে এরই মধ্যে সংশ্লিষ্টদের সমালোচনার শিকার হতে শুরু করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।