টেস্ট ক্রিকেটে দুই স্তরের পরিকল্পনা, তোপের মুখে আইসিসি

আইসিসির লোগো
ক্রিকেট
এখন মাঠে
0

টেস্ট ক্রিকেটে দুই স্তর আনার পরিকল্পনায় কাজ শুরু করেছে আইসিসি। ৮ সদস্যের কমিটির মাধ্যমে দ্বিস্তরী টেস্ট কাঠামোর পরিচালনা এবং সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ সিদ্ধান্ত নিয়ে এরই মধ্যে সংশ্লিষ্টদের সমালোচনার শিকার হতে শুরু করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

নতুন ভাবনা অনুযায়ী, টেস্ট খেলুড়ে ১২ দেশকে ভাগ করা হবে দুই ভাগে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকাকে প্রথম স্তরে রাখা হবে। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দ্বিতীয় স্তরে থাকবে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং আফগানিস্তান। 

তবে নতুন এ পরিকল্পনা নিয়ে বিতর্কের মুখে পড়েছে আইসিসি। এর ফলে দ্বিতীয় স্তরে থাকা দেশগুলো ক্ষতির মুখে পড়বে— এমন অভিযোগ রয়েছে ক্রিকেট মহলে। সেই সঙ্গে প্রথম স্তরের দলগুলোকে বাড়তি সুবিধা দিতেই এমন পরিকল্পনা বলেও মন্তব্য সংশ্লিষ্টদের।

এসএইচ