নামেই উপজেলা, সেবা বঞ্চনায় ডাসারবাসী
কেবল নামেই মাদারীপুরের 'ডাসার উপজেলা'। সরকারি সেবা দেয়ার মতো নেই কাঙ্ক্ষিত জনবল আর অবকাঠামো। এমনকি নেই স্বাস্থ্য সেবা নিশ্চিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; ভূমির জটিলতা নিরসনে এসিল্যান্ডের কার্যালয়, নির্বাচন অফিস ও সাব-রেজিস্ট্রার অফিসসহ গুরুত্বপূর্ণ ১৬টি দপ্তর। এতে সরকারি সেবা পেতে চরম ভোগান্তি উপজেলাবাসীর।